• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫১:১৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৫১:১৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় জুয়ার আসর থেকে আটক ৭

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জুয়া খেলার আসর থেকে খেলার সামগ্রীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোকমানপুর এলাকার একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- উপজেলার গালিমপুরের ফিরোজ সরকার (৫০), স্বরাপপুর গ্রামের মিঠু প্রামানিক (৩৫), রিপন সর্দার (৩৫), শিপন আলী (৩০), চকগোয়াশের রেজাউল (৪৩), লালপুরের পাচফুল ইসলাম (২৬) ও রাজশাহীর চারঘাটের হৃদয় আলী (২৯)।পুলিশ সূত্রে জানা যায়, লোকমানপুর এলাকার মাঠের মধ্যে প্রায়ই জোয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার খবর পেয়ে বাগাতিপাড়া পুলিশের একটি দল অভিযান চালায় এবং জুয়ার আসর থেকে সাত জনকে আটক করে। এ সময় সেখান থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়।এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী এস আই দুলাল জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।