মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।২৫ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার আরুয়া ইউনিয়নের দক্ষিণ শালজানা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হৃদয় হোসেন ওই এলাকার আজিজ খাঁ’র ছেলে।মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার সময় হৃদয় রাস্তাঘাটে ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। ১৩ মার্চ রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে বাইরে যাওয়ার সময় হৃদয় তার মুখমন্ডলে চেতনানাশক মেডিসিন মিশ্রিত পানি ছিটাইয়া অপহরণ করে নিয়ে যায়। এক পর্যায়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে ১৯ মার্চ তাকে হৃদয় বাড়িতে নিয়ে আসে। পরে হৃদয়ের ভাই ওই স্কুলছাত্রীকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেন।এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে হৃদয়কে প্রধান আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।এদিকে, নির্যাতনের শিকার স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক হাসপাতালে রেফার্ড করেছে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আদালতের নিদের্শে এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।