• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩১ ভোর ০৪:০২:১৮ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩১ ভোর ০৪:০২:১৮ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির হান্নান- সভাপতি, আজম-সম্পাদক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ির ৭নং কাঞ্চননগর ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় উপজেলার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আব্দুল হান্নান চৌধুরী ১৫৯ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শফিউল আজম ১৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩১৮ জন কাউন্সিলরের মধ্যে ২৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। এতে প্রধান আলোচক ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউল আজমের সঞ্চালনায় সম্মেলনে উপজেলার নেতৃবৃন্দসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।