দরিদ্র মোস্তফা কামালের পাশে পর্তুগাল প্রবাসী 'রায়পুরবাসী'
লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: রায়পুর পৌর শহরের ৫নং ওয়ার্ড মধুপুরের বাসিন্দা মো. মোস্তফা কামালের জীবিকা নির্বাহের একমাত্র বাহন ইজিবাইকটি তার নিজ বাড়ি থেকে চুরি হয়ে যায় সম্প্রতি । আয়ের একমাত্র অবলম্বন ইজিবাইক হারিয়ে চরম দুঃশ্চিতায় পড়েন তিনি। জানতে পেরে এশিয়ান টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা (উত্তর) প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অশীতিপর বৃদ্ধ মো. মোস্তফা কামালর দুর্দশার কথা তুলে ধরেন।বিষয়টি দৃষ্টিগোচর হলে আন্তরিকভাবে এগিয়ে আসেন পর্তুগাল প্রবাসী, রায়পুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সুজন ভূঁইয়া। তিনি পর্তুগাল প্রবাসী 'রায়পুরবাসী' নামক সংগঠনের মাধ্যমে মোস্তফা কামালকে একটি নতুন ইজিবাইক প্রদানের ঘোষণা দেন।১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি ইজিবাইক বিক্রয় কেন্দ্রে সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের একটি নতুন ইজিবাইক ক্রয় করে মোস্তফা কামালের হাতে তুলে দেওয়া হয়।হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরবাসী সংগঠনের সদস্য নাহিদ কামাল রকি, জাহিদুল ইসলাম মামুন, লক্ষ্মীপুর জেলা জর্জ কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা, রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদল সদস্য সুজন পাটোয়ারী প্রমুখ।সংগঠনটির প্রতিষ্ঠাতা সজীব জানান, আমাদের এই সংগঠনটি মানব কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা করবে সর্বদাই।ইজিবাইকটি হাতে পেয়ে মো. মোস্তফা কামাল বলেন, ‘আমার বাঁইচা থাকার একটা রাস্তা তৈরি কইরা দিল পর্তুগাল প্রবাসীরা।’