সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টার দিকে তাড়াইল-গোয়ালন্দ আঞ্চলিক সড়কে সদরপুর মহিলা কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় শাহজাহান মাতুব্বর (৪২) ও ফারুক শেখ (২৫) নামে আরও দুই যাত্রী আহত হয়েছেন।নিহত মাফুজ মাতুব্বর (১৮) ভাংগা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষা ভাংগা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।সদরপুর থানা অফিসার ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।