• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৮:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বাগেরহাট পিবিআই

বাগেরহাট প্রতিনিধি: ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে বাগেরহাট পিবিআই’র একটি চৌকস টিম। টঙ্গী থানার জামাই বাজার এলাকা থেকে সাদ্দাম, কমলাপুর রেল স্টেশন থেকে মো. উজ্জল এবং নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে হানিফকে আটক করা হয়।২৪ জানুয়ারি বুধবার দুপুরে আটক আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট পিবিআই পুলিশ সুপার মো. আবদুর রহমান।ইজিবাইক চোর চক্রের তিন সদস্যরা হলো, বাগেরহাটের হরিনখানা এলাকার মো. সেলিম ফরাজীর ছেলে সাদ্দাম ফরাজী (৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার দিঘীরচালা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. উজ্জল(২৪) ও ফরিদপুর জেলার মধুখালী থানার গাজনা গ্রামের মো. আশরাফ মোল্লা ছেলে হানিফ মোল্লা (৩০)।চুরি হওয়া ইজিবাইকটির মালিক মোফাজ্জল হোসেন বলেন, ইজিবাইকটি সাদ্দাম ফরাজী ভাড়ায় চালাত। প্রতিদিনের ন্যায় গত ১৩ ডিসেম্বর সকালে ইজিবাইক নিয়ে সাদ্দাম ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নাই। পরবর্তীতে ইজি বাইক মালিক মোফোজ্জলের নিকট আসামি সাদ্দাম ২০ হাজার টাকা দাবি করে। তার কথায় টাকা দিতে রাজি না হওয়ায় সাদ্দাম ইজি বাইকটি বিক্রি করে দেয়।জানা যায়, সাদ্দাম ইজিবাইক নিয়ে গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানা এলাকায় একটি গ্যারেজে রাখে। সেখান রেখে সাদ্দাম এক লাখ ২৫ হাজার টাকায় উজ্জল ও হানিফের কাছে ইজিবাইকটি বিক্রয় করে। উজ্জল ও হানিফ একটি মিনি ট্রাক যোগে ইজিবাইকটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় নিয়ে যায়।বাগেরহাট পিবিআই পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ইজিবাইক মালিক বাদী মোফাজ্জল তার ইজিবাইক চুরির বিষয়ে বাগেরহাট সদর থানায় একটি অভিযোগ দেন। একই অভিযোগ নিয়ে পিবিআই বাগেরহাট অফিসে গেলে পুলিশ সুপার পিবিআই বাগেরহাট মো. আবদুর রহমান বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে এসআই ইয়াছিন আরাফাতকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করে ছায়া তদন্তের নির্দেশ দেন। পিবিআই টিম তদন্ত করে পুরো চোরচক্রকে শনাক্ত করে ইজিবাইক মালিক মোফাজ্জলকে বাগেরহাট সদর থানায় গিয়ে একটি নিয়মিত মামলা করতে বলে। তিনি মামলা রুজু করেন (মামলা নং ১৬, তারিখ: ২৪/০১/২০২৪)। এই মামলার ভিত্তিতে পিবিআই টিম প্রথমে ইজিবাইক চোর সাদ্দামকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে, চোরাইমাল ক্রয়কারী মো. উজ্জলকে কমলাপুর রেল স্টেশন থেকে এবং হানিফকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয়।