• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৪:২৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৪:২৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন ফোরামের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ মার্চ বৃহস্পতিবার  সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ ডা. মাসুদ করিমের বাস ভবনে বন্ধু মহলের সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং এলাকার প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাসুদ করিমের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন তারিক ইকবাল নিপু, আ. গফুর রাজু, মো. ইউসুফ, কামাল হোসেন, আ. রহিম, কাজী জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন ও কামরুজ্জামান রিংকুসহ প্রমুখ।এসময় নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাসুদ করিম তার বন্ধু মহলের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে পতিত স্বৈরাচারী সরকারের দুঃশাসনের আমলে নানান নৈরাজ্যের কারণে সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং ভূমি দস্যুতাসহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ড ব্যাপক বিস্তার ঘটেছে। ফলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করছে। তাই আগামী দিনে এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এসব অন্যায়-অপরাধকে নির্মূল করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন। সবাইকে নিয়ে একটি বাসযোগ্য এলাকা গড়ে তুলতে চাই।এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মশিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন রাজু, হাফেজ আহমেদ খন্দকার, মো. ইয়াকুব, মো. সেলিম, রমজান আলী ও তালেব হোসেন বাবু।