• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩০:২৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩০:২৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বন্যার্তদের পাশে নওগাঁ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি

নওগাঁ প্রতিনিধি: ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় ভাল নেই দেশের অনেক জেলার মানুষ। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও আর্তমানবতার সেবায় পাশে দাঁড়িয়েছেন।এমন পরিস্থিতিতে নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে এবং জেলার মুসল্লি সাধারণের সহযোগিতায় বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১৪ লাখ টাকা সমমূল্যের খাদ্য দ্রব্য সামগ্রী ও অন্যন্যা নিত্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।২ সেপ্টেম্বর সোমবার ও ৩ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলির নেতৃত্বে ৮ সদস্যের একটি দল বন্যাদুর্গত এলাকায় গিয়ে এসব প্রদান করেন। ফেনী শহর থেকে ফুলগাজীর প্রত্যন্ত অঞ্চল, ছাগলনাইয়া থানার কাশিপুর এবং লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামগুলোতে ৭৮০ প্যাকেট খাবার সামগ্রী বিতরণ করা হয়।বিতরণ করা খাবারের প্রতিটি প্যাকেটে রয়েছে- পাঁচ কেজি চাল, ১ কেজি ডাল, দুই কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, ৪ হাত সাইজের একটি করে বড় গামছা, সাবান, স্যালাইন ও জরুরি ঔষধপত্র এবং একটি করে দুই লিটার পানির বোতল।বিষয়টি নিয়ে কথা হলে বিতরণ কমিটির আয়বায়ক ও নওগাঁ জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলী বলেন- পূর্বের ন্যায় এবারের দুর্যোগেও নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।