শিবালয়ে মা ইলিশ শিকার করায় ২১ জেলেকে বিনাশ্রম কারাদন্ণ্ড
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে দুই দিনে ২১ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড ও প্রায় ২ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ সময় জব্দকৃত ৩ মণ ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন।১৫ এবং ১৭ অক্টোবর বৃহস্পতিবার ও মঙ্গলবার শিবালয় উপজেলায় “মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন।এসময় ১৮ জনকে ১৮ দিনের এবং ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ২ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জব্দ ৩ মণ ৫ কেজি মা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।ইলিশ ধরার দায়ে যাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন -১. মো. শরীফ (২৪), ২. হৃদয় (২৫), ৩. মো. রাসেল (২২), ৪. শফিকুল (১৮)৫.নায়েব আলী (৭০)৬.মো. আলিম (২২), ৭. সুরুজ্জামান (২৭), ৮.রবিউল(২৬), ৯. নূর নবী (১৮), ১০. মমিন (২৭), ১১. ইকবাল (৪৬), ১২.সুমন (২০), ১৩. শহীদুল (১৮), ১৪. সাগর (৩০), ১৫. মতিউর রহমান (৩৬), ১৬.সাদ্দাম হোসেন (৩০), ১৭. খায়রুল ইসলাম (৩০) ও ১৮. শরিফুল (২৪)। এর আগে আরও তিনজনকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। এরা হলেন, উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড, আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা।অভিযান শেষ উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করছে। আগমাীতে অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।