গাজা ও লেবাননে ইসরাইলি হামলায় নিহত আরও ৩৯
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।১৫ নভেম্বর শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১২০ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।মন্ত্রণালয় বলছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে।অন্যদিকে ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত লেবানন। শুক্রবার দফায় দফায় দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়।ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানী বৈরুতের বেশকিছু স্থাপনা। এছাড়া, বোমা হামলার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশকিছু আবাসিক ভবনে। শুক্রবারের হামলায় নতুন নতুন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।