জঙ্গিবাদী কোন কার্যক্রম বরদাশত করা হবে না: ইসলামি ফ্রন্ট
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উপজেলা শাখার আয়োজনে দেশবিরোধী ষড়যন্ত্র, উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী কর্তৃক হত্যা, মসজিদ, মাজারে হামলা, ভাঙচুর এবং অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর শুক্রবার বিকেলে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামি ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান জামী।এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্ট উপজেলা শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ইসলামি ফ্রন্ট নেতা মাওলানা সৈয়দ খায়রুল আমিন চিশতি, বাংলাদেশ ইসলামি যুবসেনা উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস শাকুর, চট্টগ্রাম উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশেকে মোস্তফা, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা দক্ষিণের সভাপতি মুহাম্মদ শাহে এমরান রণি ও উত্তরের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন।বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। যারা জঙ্গিবাদ লালন করে তারা কোন ধর্মের হতে পারে না, তারা দেশ এবং মানবতার শত্রু। তাদের যেকোনো দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সূফীবাদী জনতা সবসময় তৎপর।সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট উপজেলার সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, কাজী মুহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক মাহামুদুর রসিদ মাসুদ, সহ সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবদুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন নেজামী, অর্থ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ আলতাফ হোসেন, যুবসেনার সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ প্রমুখ।