• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৪:০৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৪:০৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

শেখ সেলিম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদের তীরবর্তী শোয়ারীগোদা এলাকা দিয়ে মাদকের  চালান মিয়ানমার হতে আসতে পারে- গোপন সূত্রে এমন খবরে বিজিবির একটি দল মঙ্গলবার ভোরে ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।এসময় নাফ নদের শূন্য লাইন অতিক্রম করে দুই ব্যক্তি  ব্যাগ কাঁধে নিয়ে লেজিরপাড়া গ্রামের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।এসময়  মাদক কারবারিরা তাদের বহনকৃত ব্যাগগুলো ফেলে দিয়ে গা ঢাকা দেয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে  কারবারিদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর  ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।