• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:৩১:৫৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:৩১:৫৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ইয়ুথ টক উইথ সাদ্দাম

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তারুণ্য গড়বে পঞ্চগড়ের ব্যানারে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন নামে আলাপচারিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন শনিবার বিকেলে উপজেলার দেবীগঞ্জ অলদিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে এ আলাপচারিতা অনুষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাদ তাছনীন ও আল নাশেক আলভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাদ্দাম হোসেনকে শিক্ষার মান উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসারে পদক্ষেপ গ্রহণ, ছাত্রসমাজের ভূমিকা, মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা গ্রহণ করার উপায় জানানো হয়।কিভাবে তিনি একজন সাদ্দাম হোসেন হয়ে উঠলেন, সাদ্দাম হোসেনের অনুপ্রেরণাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ পান। এ সময় তারুণ্য গড়বে পঞ্চগড়ের ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২০০০ (দুই হাজার) ফুটবল বিতরণের কথা ঘোষণা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আসাদ বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, নির্মল কুমার শর্মা সভাপতি- বাংলাদেশ কৃষকলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, বাবু সুভাষচন্দ্র রায় প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, হুমায়ুন কবীর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ।পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও দিকনির্দেশনামূলক কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন প্রশ্নের উত্তর পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন ।অনুষ্ঠানের একদম শেষের দিকে প্রতিযোগিতায় সর্বোচ্চ উত্তরদাতা দুইজনকে পুরস্কার হিসেবে ল্যাপটপ উপহার দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।