• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৪:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৪:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ঈদগাঁওয়ে সেতুর নির্মাণকাজে বিলম্ব: দুর্ভোগে সহস্রাধিক মানুষ

মো. ওসমান গনি, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী-গোমাতলী নদীর উপর নির্মিত সেতুর কাজে বিলম্ব হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। চলতি বছর মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আরও ১০ মাস সময় বাড়ানোয় দুর্ভোগ বেড়েছে উপজেলার হাজারো মানুষের । বর্তমানে বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে চলাচল করছে  স্থানীয়রা। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের।কক্সবাজারে ঈদগাঁও নদীর উপর ৯০ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের নভেম্বর মাসে। প্রায় ১১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফর। গত মার্চ মাসে নির্মাণ কাজ শেষ হওয়া কথা থাকলেও আরও ১০ মাস মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়।স্থানীয়দের অভিযোগ, তদারকির অভাব, ঠিকাদার ও প্রকৌশলীদের গড়িমসিতে কাজ এগুচ্ছে না, ফলে ভোগান্তিতে দুই পাড়ের মানুষ। তাদের চলাচলের জন্য বাঁশ ও কাঠের সাঁকো ব্যবহার করতে হচ্ছে।পথচারীদের সাথে কথা বলে জানা যায়, গোমাতলী-পোকখালী ঈদগাঁওর প্রায় ১০-১৫ হাজার মানুষের চলাচলের রাস্তা এটি। জরুরী প্রয়োজন, ব্যবসা-বানিজ্য, ছাত্র-ছাত্রীদের আসা যাওয়ায় ভোগান্তির যেন শেষ নেই।স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান জানান, সেতুর কাজ প্রায় ৮৫ ভাগ শেষ হয়েছে। আগামী নভেম্বর মাসে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।