• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৭:৪৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৫৭:৪৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিএনপির ব্যতিক্রমী ঈদ আয়োজন

লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশের মতো লালমনিরহাটেও জেলা বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী ব্যতিক্রমী ঈদ আনন্দ-উৎসবের আয়োজন করা হয়েছে।  ৩১ মার্চ সোমবার জেলা শহরের কালেক্টরেট মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই উৎসবের  প্রথমদিন নানা আয়োজনে সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত বারোটায় শেষ হয়।অনুষ্ঠানে বিএনপির দলীয় নেতা-কর্মী ছাড়াও শহরের সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই ঈদ আনন্দ-উৎসব উপভোগ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়।আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকনউদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলার আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হকসহ সকল নেতা-কর্মী।মুখে হাসি, গায়ে নতুন পোশাক, আর হৃদয়ে আনন্দের ঢেউ নিয়ে লালমনিরহাটবাসী এই ঈদ আনন্দ-উৎসবে সম্মিলিত হন।অনুষ্ঠানে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচির এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি নিয়ে করা ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ঈদ আনন্দ উৎসবে অংশগ্রহণকারীদের পুরি, ডাল ও মিষ্টি খাওয়ানো হয়।