পুবাইলে দুই গ্রামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পুবাইলে বাড়ইবাড়ী ও সোড়ল গ্রামের যুব সম্প্রদায়ের উদ্যোগে ঈদ আনন্দের আয়োজন করা হয়েছে।১ এপ্রিল মঙ্গলবার পুবাইল থানাধীন বিল বেলাই ও পিকনিক স্পটে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।এতে বাড়ইবাড়ী ও সোড়ল গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং শিরীনা ইয়াসমিনের লেখা "জুলাইয়ের রক্তাক্ত দলিল" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিকদার বলেন, ঈদ প্রতি বছরই আসে। কিন্তু ঈদ আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে পারলেই ঈদ সার্থক হয়। সকলে একত্রে ঈদ আনন্দ অনুষ্ঠানে আসতে পেরেছি এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। আমি নিজেও খেলাধুলায় অংশ নিয়েছি। তবে এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চাই আমাদের এই বন্ধন অটুট থাকুক।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম সোহেল বলেন, এতো সুন্দর আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সেই সাথে এই গ্রামের (বাড়ইবাড়ী) কৃতি শিরীনা ইয়াসমিনের লেখা বইটি সকলকে কেনার জন্যও অনুরোধ জানান তিনি।তিনি আরও বলেন, এই আনন্দ উৎসব শুধু উৎসব নয়, এতে পারস্পরিক আত্মীয়তার বন্ধন অটল থাকে। এই উৎসব যেন পূর্বের নেই প্রতিবছরই অনুষ্ঠিত হয়।অধ্যাপিকা শিরিনা ইয়াসমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিকদার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সুরুজ খানসহ আরও অনেকে।