• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৬:২২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৬:২২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সেরা উদ্যোক্তা অ‍্যাওয়ার্ড পেলেন নরসিংদীর তকিব হোসেন

নরসিংদী প্রতিনিধি: বিজিসিএফ অ‍্যাওয়ার্ড সিজন ৩ এর সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেয়েছেন নরসিংদীর স্মার্ট লুঙ্গির পরিচালক ও জে.এস. এগ্রোর স্বত্বাধিকারী মো. তকিব হোসেন। ৩০ নভেম্বর শুক্রবার রাতে ঢাকার সোনারগাঁ প‍্যান পেসিফিক হোটেলে এই অ‍্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তা তকিব হোসেনের হাতে এই বছর পরপর দ্বিতীয় বারের মতো সেরা বিজিসিএফর উদ্দোক্তা পুরস্কার তুলে দেন চিত্র নাইকা অপু বিশ্বাস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মির হেলাল।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি জনাব মো. আপেল মাহমুদ, বাংলাদেশের সেরা জাদুকর জুয়েল এইচ, কন্ঠশিল্পি মনির খান, তারকা পাভেল, দিঘী, সখ, রুনা খান, পারসিয়া ইভানা, লুবাবা, বারিশা হকসহ আরও অনেকে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন গুণীজনরা সম্মাননা গ্রহণ করেন।উদ্যোক্তা মো. তকিব হোসেন বলেন, আমার উদ্যোক্তা হবার মূল কারিগর আমার বাবা। বাবার জন্যই আজকের এ প্রাপ্তি। এই পুরস্কার আমার নয়, এটা আমার বাবার প্রাপ‍্য। এটি নরসিংদীবাসীর পুরষ্কার। এটি সকল তরুণ প্রজন্মের পুরস্কার। আমি তরুণদের নিয়ে সবসময় কাজ করে যাবো ও সারা বিশ্বে বাংলাদেশের সম্ভাবনাময় উদীয়মান তরুণ উদ্যোক্তাদের তুলে ধরার প্রতিশ্রুতি দেন।