• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৯:৩৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:৪৯:৩৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

খুলনার চলমান প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও নভোথিয়েটারসহ চলমান প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।২৩ ডিসেম্বর সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান।  সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক আগে থেকেই খুলনা উন্নয়ন বঞ্চনার শিকার। বিগত সরকারের সময় থেকেই দুটি বিশ্ববিদ্যালয় নির্মাণসহ বড় বড় প্রকল্পগুলো দীর্ঘদিন ঝুলে আছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, নামের কারণে কোনো প্রকল্পের কাজ যেন বন্ধ না হয়। জনগুরুত্বপূর্ণ কোনো প্রকল্প যেন স্থগিত এবং অর্থায়ন বন্ধ না করা হয়। প্রয়োজনে নাম পরিবর্তন করে প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয় এ সংবাদ সম্মেলনে।  এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. মনিরুজ্জামান রহিমসহ নাগরিক নেতারা উপস্থিত ছিলেন।