• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৮:৩৫:০৯ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৮:৩৫:০৯ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

সিলেটে আশার নব নির্মিত ভবন উদ্বোধন

সিলেট প্রতিনিধি: সিলেটে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নব নির্মিত ভবন উদ্বোধন ও শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকালে আশা ভবন উদ্বোধন করেন আশার প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী।এছাড়াও শিক্ষা কর্মসূচির ধারাবাহিক প্রোগ্রামের আওতায় আশা ভবনের হলরুমে সিলেট জেলার ২৮ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও  ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী।প্রধান অতিথি বলেন, দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষার্থীদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা। আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানটি সিনিয়র শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হকসহ বিশেষ ব্যক্তিবর্গ।