• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০১:৩৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০১:৩৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

মালদ্বীপে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশের বিজয়ের মাসে মালদ্বীপ প্রবাসীদের ত্রিদেশীয় ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশি, ভারত ও শ্রীলঙ্কা- এই তিন দেশ নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।২৯ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মালদ্বীপের জাতীয় একুভেনী ক্রিকেট ও ফুটবল প্র্যাকটিস মাঠের অফিস কক্ষে প্রবাসী বাংলাদেশিদের দেশীয় ফুটবল টুর্নামেন্টর (ডিএফটি) জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন।সংগঠনটির সদস্য মনির হোসেন ও আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'ডিএফটির, ম্যানেজার নজরুল ইসলাম মামুন। এসময় উপস্থিত ছিলেন 'ডিএফটি, দলের অধিনায়ক সুজন ও সহ-অধিনায়ক মোবারক প্রমুখ।টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে বাবুল হোসেন বলেন, মালদ্বীপ প্রবাসীদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন 'দেশীয় ফুটবল টিম,। এই সংগঠনের খেলোয়াড়রা কাজের পাশাপাশি মালদ্বীপ প্রবাসীদের মাঝে খেলাধুলায়ও বিশেষ অবদান রেখে চলছে। এরকম একটি সংগঠনের খেলোয়াড়দের জার্সি উন্মোচনে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই সংগঠনটির খেলাধুলার জন‍্য যখন যা লাগবে ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে সাধ‍্যমত সবসময় পাশে থাকবে।