• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:১২:১৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:১২:১৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

হাসান তারেকের সাইকোলজিক্যাল উপন্যাস টক্স-সিক

নিজস্ব প্রতিবেদক: টক্স-সিক একটি সাইকোলজিকাল ক্রাইম থ্রিলার উপন্যাস। টক্স-সিক কথাটি মূলত এসেছে সুজেন সুমার্সের ‘টক্স-সিক’ নামক একটি বই থেকে। টক্স-সিক উপন্যাসটি শুরু হয় একজন সিরিয়াল কিলারকে দিয়ে, যে কিনা একের পর এক খুন করে বেড়াচ্ছে এবং প্রতিবছর তার খুন করে রেখে যাওয়া একটি মরদেহ বস্তার ভেতর পাওয়া যাচ্ছে রেল লাইনের উপর। অপরদিকে গল্পের মূল নারী চরিত্র লামিয়া এই শহরে একা জীবনযাপন করা এক নারী। লামিয়া পেশায় একজন ডাক্তার।লামিয়া তার জীবনে একটি কথা মেনে চলে যে, ‘মানুষ জন্মায় একবার, মরে একবার এবং তার বিয়েও হবে একবার সুতরাং সে ভালোও বাসবে একজনকে।’ এর মাঝে লামিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাকেশ নামের এক যুবকের, যে কিনা পেশায় একজন সফটওয়্যার ইনজিনিয়ার। প্রথম প্রথম লামিয়া রাকেশকে নিয়ে খুশি থাকলেও পরবর্তীতে লামিয়া বুঝতে পারে সে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। কারণ রাকেশ শুধু লামিয়া নয়- সামিরা, রিহানা, সানাই এবং অন্যান্য আরো মেয়ের সাথেও প্রেমের সম্পর্কে লিপ্ত। কিন্তু লামিয়ার কিছু করার থাকে না।যেহেতু সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সে শুধু একজনকেই ভালোবাসবে এবং তার সাথেই বিয়ে করবে। তাই সে রাকেশকে ছাড়তে চায় না। লামিয়া ভাবে সে রাকেশকে ঠিক করে ফেলতে পারবে তার ভালোবাসার মাধ্যমে। অন্যদিকে রাকেশের উদ্দেশ্য পূরণ হবার পর রাকেশ লামিয়াকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যেতে চায় এবং পাশাপাশি লামিয়া তার সম্পর্কে নানারকম তথ্য পেতে শুরু করে।তাই লামিয়ার সাথে রাকেশের সম্পর্ক দিন দিন আরো টঙ্কি হতে থাকে। পাশাপাশি লামিয়া স্বপ্নের মাধ্যমে একটি ভয়ংকর খুনির আভাস পেতে থাকে। এই খুনিই কী তাহলে সিরিয়াল কিলার? লামিয়া কী রাকেশকে শেষ পর্যন্ত বুঝিয়ে ঠিক করতে পারবে? রাকেশ কী আসলেই এত খারাপ একজন মানুষ? আর এই সবকিছুর সাথে সিরিয়াল কিলারের কী সম্পর্ক?