• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৪:১২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৪:১২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

দেবীগঞ্জে সরকারি গাড়ি ভাঙচুর, উপসচিবসহ আহত ৬

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফলকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজনের হামলায় নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয় ।২১ মে মঙ্গলবার উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে । ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) ও দীনবন্ধু রায় (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হামলা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোট গণনার ফলাফলে এক পক্ষ সন্তুষ্ট না হলে পুনরায় ভোট গণনার কথা বলে  হঠাৎ বিক্ষুব্ধ লোকজন হামলা চালানো শুরু করে। ভোটগ্রহণ কাজে নিয়োজিত উপসচিব আবু আউয়ালসহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর আক্রমণ করা হয় এবং উপসচিবের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধকারীরা ।পরবর্তীতে বিজিবি ও পুলিশসহ অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করা হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।এ সময় তাদের আক্রমণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপপরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন। তবে প্রশাসন সর্বোচ্চ সহনশীল অবস্থায় থেকে পরিস্থিতি সামাল দেয়।পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আমাদের লোকজন সর্বোচ্চ সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সামান্য আহত হয়েছেন। ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।