• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৬:২৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১৬:২৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন উর্বশী রাউতেলা

বিনোদন ডেস্ক: গত বছর কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন আরেক বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা।চলতি বছর ছেলেদের আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে। এবার ক্রিকেটের এ আসরের অংশ হলেন উর্বশী রাউতেলা। তার হাতেই প্যারিসে আইসিসি উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি। সোনালি রঙের পোশাকে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন এ বলি অভিনেত্রী।নিজেই সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন- ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি।’মন্তব্যের ঘড়ে অনেকেই এ অভিনেত্রীর প্রশংসা করেছেন। এবজন ভক্ত লিখেছেন- ‘এবার তো ট্রফি ভারতে আসতেই হবে।’ আরেকজন লিখেছেন-  ‘আপনার সঙ্গে ক্রিকেটের যোগ দারুণ তো।’ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত ও পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে উর্বশী রাউতেলার বিরুদ্ধে। অবশ্য বরাবরই তিনি তা অস্বীকার করে এসেছেন। এখন এ অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন তার কাজ নিয়ে। সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’ এ দেখা গেছে তাকে। এ ছবির একটি গানে পারফর্ম করেছেন উর্বশী। ছবির চরিত্রে আরও অভিনয় করেছেন পবন কল্যাণ, সাই ধরম তেজ, কেতিকা শর্মা, রোহিণী মলেত্তি প্রমুখ।