• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ০৯:৫০:৪৫ (28-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ০৯:৫০:৪৫ (28-Jan-2025)
  • - ৩৩° সে:

ফের বাংলাদেশি চলচ্চিত্রে ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নব্বই দশকে ‘স্বামী কেন আসামী’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশি ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশের প্রায় ২ ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি।সর্বশেষ নির্মাতা অনন্য মামুনের ‘স্পর্শ’-তে অভিনয় করেছেন ঋতুপর্ণা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রেয়েছে সিনেমাটি। এবার জানা গেল, ফের বাংলাদেশের নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী।সিনেমার নাম ‘তরী’। এটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। সিনেমায় চলচ্চিত্রের জুনিয়র শিল্পীর চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা। আগামী সেপ্টেম্বরে ঢাকায় এসে তিনি শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন রাশিদ পলাশ।নির্মাতা বলেন, ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করেছি আমরা। এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি। ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি। তবে প্রডাকশন থেকে খবরটি ছড়িয়ে গেছে। এটা আর অস্বীকার করার কিছু নেই। তবে সিনেমার আরও কিছু চমক আছে। কিন্তু সেগুলো আপাতত গোপনই থাক।