• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০৩:৫৮:০৯ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০৩:৫৮:০৯ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় আল বারাকা আইডিয়াল একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও পাঠদান উদ্বোধন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কচুয়া বাচাইয়া মোড় বিশ্বরোড এলাকায় অবস্থিত গুণগত শিক্ষার মান উন্নয়নে সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশে প্রথম সম্পূর্ণ জেনারেল শিক্ষা সিলেবাসের পাশাপাশি সপ্তম শ্রেণীতেই হিফয সমাপনের লক্ষ্যে কচুয়ায় আল বারাকা আইডিয়াল একাডেমির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও শ্রেণীর পাঠদান উদ্বোধন করা হয়েছে।৪ জানুয়ারি শনিবার সকালে একাডেমির কার্যালয়ে একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ড.আবুল হাছানাত। একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা আবুল বারকাত বাবুল।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পরিচালক আবু জাফর, মেঘদাইর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদরাসা উপাধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়া, প্রভাষক আব্দুর রহিম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহসহ আরও অনেকে।এ সময় স্থানীয় অভিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।