ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো খোকসা প্রেসক্লাব
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানালো খোকসা প্রেসক্লাব।২১শে ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।এর আগে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার, থানা বিএনপির অঙ্গসংগঠন ও খোকসা পৌর বিএনপির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেন শেষে প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার-ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।