• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪২:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪২:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্রে এজেন্টদের রেজাল্ট শিট দিতে হবে: ইসি অতিরিক্ত সচিব

গাজীপুর প্রতিনিধি: ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের কাছে লিখিতভাবে রেজাল্ট শিট দেওয়ার জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।১৮ মে শনিবার সকালে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।এছাড়াও আচরণ বিধি লঙনের দায়ে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের প্রার্থিতা বাতিল হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তার কর্মীরা প্রচারণা চালানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একটি মডেল উপজেলা নির্বাচন হবে, যেখানে সকল প্রার্থী সমান অধিকার পাবেন এবং তাদের এজেন্ট কেন্দ্রে সমান অধিকার পাবেন। কোন ভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দিবে না নির্বাচন কমিশন।এছাড়াও তাঁর সাথে পরিদর্শনে আসেন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুল করিম, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসাসহ সরকারি কর্মকর্তারা‌।