• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৪:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৪:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দেবীদ্বারে নারীর নেতৃত্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করলো ব্র্যাক

কুমিল্লা প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো নারী নেতৃত্বাধীন এজেন্ট ব্যাংক চালু করার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক। যার নাম রাখা হয়েছে ‘তারা’।৬ মার্চ বুধবার নয়টি জেলায় এমন ১২টি এজেন্ট ব্যাংক চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্র্যাক ব্যাংক জানায়, এ উপলক্ষে বুধবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীকান্দিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে ভার্চুয়ালি যোগ দেন বাকি ১১টি ‘তারা’ এজেন্ট পার্টনার।অনুষ্ঠানে আউটলেটগুলো উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ব্র্যাক ব্যাংকের যৌথ প্রচেষ্টা ‘ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি’ প্রকল্পের আওতায় ‘তারা’ এজেন্ট ব্যাংক চালু করার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারিত্বের আওতায় এমন ১০০টি এজেন্ট ব্যাংক চালু করা হবে, পাশাপাশি ৬০ হাজার নারীকে ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনা হবে।প্রকল্পটিতে আউটলেটের অবকাঠামো ও প্রযুক্তিগত সেটআপ সংক্রান্ত খরচ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বহন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসাইন, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব উইমেন অন্ট্রপ্রেনর সেল খাদিজা মরিয়ম ও দক্ষিণ গুনাঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির।