স্বৈরাচার ও দোসররা জাতির দুশমন: এটিএম মাসুম
নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, স্বৈরশাসকের দুষ্কর্ম মানুষের সামনে তুলে ধরতে হবে। অপশক্তির অপকর্ম বারবার অতীতকে স্মরণ রেখে বুদ্ধি ভিত্তিক ভূমিকা পালন করতে হবে।মাসুম বলেন, এদেশে স্বৈরাচার ও তার সহকারীরা জাতির দুশমন, ১৭-১৮ বছর ধরেও যারা গুম খুন হত্যা মিথ্যা মামলার সাথে জড়িত তারা আর কোনোদিন ক্ষমতায় আসুক দেশবাসী তা চায় না। তাদের চিরতরে দেশবাসী বিদায় জানিয়েছে।বিগত অনেক বছর অন্যায় কাজের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে দেশবাসী দাবি জানায়। যারা দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায় তারা ষড়যন্ত্রকারী। যারা মনুষ্যত্ব, মানবতাহীন, ফ্যাসিস্ট তাদেরকে এদেশে প্রতিরোধ গড়ে তুলে বাতিল ঘোষণা করতে হবে।আমাদের প্রত্যাশা সবার নিকট অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠায় ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররা গুজব ছড়ায়। যে-সব চাপ দেওয়া হচ্ছে দেশ ও বিদেশ থেকে সামনেও দেওয়া হবে। তাদের এসব গুজব ও চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।পরে তিনি নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ২০২৫-২৬ সালের জন্য জেলা আমির হিসেবে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান মাওলানা এটিএম মাসুম এবং জেলা আমির ইসহাক খন্দকার সম্মেলনে সভাপতিত্ব করেন।বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা দায়িত্বশীলগণ।