• ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:০৫:০৭ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৫:০৫:০৭ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

খোকসা গার্লস স্কুলের এডহক কমিটি গঠন নিয়ে উত্তেজনা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে যেকোনো সময় সহিংসতা হতে পারে বলে আশংকা করছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।তারই জের ধরে ২৩ ফেব্রুয়ারি রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের কাছে অভিযোগ করেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা।বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুণ্ন রাখতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচনের দাবি জানান শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।ইউএনও প্রদীপ্ত রায় দীপন জানান, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত জেনেছি। তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।যশোর শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মো. ডালিম হোসেন জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক কতৃক অভিযোগ পেয়েছি। দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।