• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৮:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে একসাথে ছিটানো হলো মশার ঔষধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২টি ইউনিয়নে একসাথে ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হচ্ছে।ডোবা, নর্দমা, খাল, বাসা বাড়িতে জমে থাকা পানিসহ এডিস মশার সম্ভাব্য সকল প্রজননক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে এই মশার ঔষধ ছিটানো হচ্ছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যেই পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার সকল স্তরের জনগণকে একসাথে কাজ করতে হবে। বাসা বাড়িতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।তিনি সংবাদমাধ্যমকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার সকল পর্যায়ের জনগণকে সচেতন করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।