• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৩৯:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৩৯:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

হাদীসের প্রভাষক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু সুধা রানী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সুধা রানী নামে সনাতন ধর্মাবলম্বী এক হিন্দু নারী হাদীস শরিফের প্রভাষক (শিক্ষক) নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলার বোথলা চন্দ্রপুর গ্রামের গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী সুধা রানী।১৫ মে বুধবার প্রকাশিত নিবন্ধন পরীক্ষার ফলাফল থেকে তার পাসের খবরটি জানা যায়। এনটিআরসি বলছে, সুধা রানী ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে পছন্দক্রমের তালিকা থেকে "হাদিস" বিষয়টি নির্বাচন করেন।সূত্র মতে, সুধা রানী দিনাজপুর বোর্ড থেকে মানবিক বিভাগে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিবন্ধন প্রত্যাশী সুধা রানী রংপুরের একটি কেন্দ্রে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেন। ওই পরীক্ষার ফলাফল বুধবার এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশিত হয়। পরে হাদিসের প্রভাষক হিসাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে সুধা রানীর উত্তীর্ণ হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা ঝড় ওঠে। অনেকেই এক্ষেত্রে এনটিআরসিকে দায়ী করছেন।বিষয়টি নিয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম সংবাদমাধ্যমকে জানান, সুধা রানীর আবেদনপত্র ও পরীক্ষার খুঁটিনাটি খতিয়ে দেখা হয়েছে। তিনি নিজেই হাদিস বিষয়টি পছন্দক্রমের তালিকা থেকে নির্বাচন করেছেন। তার আবেদন অনুযায়ী ফল দেওয়া হয়েছে। এটি ওই প্রার্থীর ভুলের কারণেই হয়েছে।অপরদিকে সুধা রানীর স্বামী গোবিন্দ্র চন্দ্র সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে খুবই ঝামেলায় আছেন তারা। তারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করেছিলেন। সেই কম্পিউটার অপারেটরই এই ভুলটি করেছেন। এখন তারা বিষয়টির সমাধান খুঁজছেন।