• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পর কাজিপুরে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা শুরু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পরপরই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নদীবেষ্টিত ইউনিয়ন খাসরাজবাড়ীতে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলানোর কাজ শুরু হয়েছে।২৯ জুন শনিবার ‘যমুনার চরাঞ্চলে তীব্র ভাঙন’ এই শিরোনামে এশিয়ান টিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের পরপরই বিষয়টি নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশ মিটার এলাকায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত শনিবার থেকেই কাজ শুরু করেন।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজন হলে আরও বেশি জিওব্যাগ ফেলা হবে।দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ায় খাসরাজবাড়ী ইউনিয়নের যুক্তিগাছা, চর মিয়াখলাসহ চরাঞ্চলের সাধারণ মানুষজনদের মাঝে স্বস্তি ফিরেছে।