• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৪:৪৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৪:৪৪ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সেই জাহিদুলকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি ও ভুয়া দাখিলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানিসহ নানান অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী জাহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।৮ মে বুধবার উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) কৌশিক আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে কারণ দর্শানোর এ আদেশ দেওয়া হয়।এর আগে ৬ মে মঙ্গলবার ভূমি সহকারী কর্মকর্তা জাহিদুল ইসলামের নানা অনিয়মের বিরুদ্ধে এশিয়ান টিভি অনলাইন পোর্টালে ‘জেনেও নীরব প্রশাসন: দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের আখড়া মহিপুর ভূমি অফিস!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ভূমি অফিসের এ কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে নোটিশ জারি করা হলো।কলাপাড়া উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) কৌশিক আহমেদ স্বাক্ষরিত নোটিশে গত ৬ মে এশিয়ান টিভির অনলাইন পোর্টালে  প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে উল্লিখিত ভিযোগসমূহের ব্যাপারে ১০ দিনের মধ্যে সু-স্পষ্ট ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।