• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৩:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৩:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিবারি খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: আমাদের চিরায়ত এ দ্বীপটিতে হাজারও খেলার সমন্বয়ে গড়ে উঠেছে প্রত্যেকটি শিশু কিশোরের শৈশব কাল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলার মধ্যে লাঠিবারি অন্যতম। কালের বিবর্তনে হারাতে বসেছে এ খেলাটি।২১ সেপ্টেম্বর শনিবার বিকালে আমাদের হারানো ঐতিহ্য ফেরাতে টঙ্গাইলের কালিহাতী উপজলার বৈন্যাউরী যুবসমাজের উদ্যোগে এক লাঠিবারি খেলার আয়োজন করা হয়। এটি উপভোগ করতে আশপাশের হাজার হাজার মানুষ খেলার স্থলে উপস্থিত হয়।খেলাটি উদ্বোধন করেন, ব্যাংক কর্মকর্তা শেখ মো. লুৎফর রহমান খান। কালিহাতী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আফরোজ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফায়াজ গ্রুপের ডিজি এম ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসেন খান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম খান। খেলাটি পরিচালনা করেন আরিফ হোসেন খান। এ খেলায় চারটি দল অংশ নেন। এটি উপভোগ করতে আসেন আশেপাশের গ্রামের শত শত শিশু কিশোর ও নারী-পুরুষ।লাঠিবারি খেলা দেখতে আসা এক বয়োবৃদ্ধ বলেন, একসময় লাঠিবারি খেলা গ্রামীণ মানুষের জনপ্রিয় বিনোদনের মাধ্যম ছিল। বিভিন্ন উৎসবসহ নানা আয়োজনে লাঠিবারি খেলার প্রচলন ছিল অবশ্যম্ভাবী। ঐতিহ্যবাহী এ খেলা বৈশাখি মেলা, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে আনন্দ দিতে আয়োজন করা হত। কিন্তু এখন এই খেলা তেমন দেখা যায় না। অনেকদিন পর সেই ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা দেখতে পেরে খুব আনন্দ পেয়েছিপ্রথমবারের মতো এ খেলা দেখতে এসে এক কিশোর জানান, এ ধরনের খেলা তারা আগে কখনও দেখেননি। লাঠি নিয়ে একে- অপরের উপর আক্রমণ করছে। প্রতিপক্ষের লাঠিয়াল তার লাঠি দিয়ে আক্রমণ প্রতিহত করার পাশাপাশি মুখে নানা ধরনের আওয়াজ করছে।লাঠিয়ালরা জানান, বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ-বিনোদন জোগাতে তারা লাঠিবারি খেলা দেখান। তারা ১০-১৫ বছর ধরে এ লাঠিবারি খেলা দেখিয়ে দর্শকদের আনন্দ বিলিয়ে নিজেরাও আনন্দিত হচ্ছেন।তারা জানান, এটা শুধু খেলা নয়। এ খেলার মাধ্যমে আত্মরক্ষার কৌশলও শেখা যায়। অনেক সময় বিপদের সম্মুখীন হলে- খালি হাতেও আত্মরক্ষা করা সম্ভব। তাছাড়াও শারীরিক কসরতের এ খেলা অন্যতম ব্যায়াম।