• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:১৫:৫৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:১৫:৫৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুরে থানা ভবনে হাইওয়ে (ওসি) আইয়ুব আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।এসময় যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন, হাইওয়ে (ওসি) আইয়ুব আলী তিনি আরও বলেন মহাসড়কে কোনো অবস্থায় থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটো রিকশা উঠতে দেওয়া হবে না। সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মহাসড়ক ব্যবহার করে কাউকে মাদক বহন করতে দেওয়া হবে না। সড়কে যে কোনো শৃঙ্খলা ফিরানোর ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।