এআই যুগেও বই পড়ার প্রাসঙ্গিকতা নিয়ে ওয়েবিনার আয়োজন
মাভাবিপ্রবি প্রতিনিধি: 'বিশ্ব যখন প্রযুক্তির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখনও বই পড়ার প্রাসঙ্গিকতা কমেনি' এ বার্তা তুলে ধরতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিডার জোন বিজয়ের মাস উপলক্ষে আয়োজন করেছে ‘এআই এর যুগে বই পড়ার প্রাসঙ্গিকতা’ শীর্ষক একটি ওয়েবিনার।আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এ ওয়েবিনারে আলোচকগণ বই পড়ার গুরুত্ব, এআই যুগে বইয়ের ভূমিকা এবং তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করার উপায় নিয়ে আলোচনা করবেন।ওয়েবিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান। প্যানেল আলোচক হিসেবে থাকবেন বিজিই বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম। সেশন চেয়ার হিসেবে থাকবেন এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. মো. আবু জুবায়ের।ওয়েবিনারে কী-নোট স্পিকারের আলোচনার ভিত্তিতে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ী প্রথম তিনজন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। ওয়েবিনারটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে Asian TV Online, The Daily Campus এবং Bahanno News.