• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২০:৫৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২০:৫৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

মাওলানা এযাবত ও মাওলানা ছায়াদ (র.)’র ওরশ ৩১ জানুয়ারি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে উপমহাদেশের অন্যতম সুফী সাধক হজরত শাহ্ সৈয়দ মাওলানা এযাবত উল্লাহ্ (র.) প্রকাশ বড় মাওলানা সাহেবের ৯৭তম ও হুজুরের একমাত্র পুত্র ওস্তাদুল ওলামা হজরত শাহ্ সৈয়দ মাওলানা ছায়াদ উল্লাহ্ (র.) এর ৯২তম পবিত্র ওরশ শরীফ।৩১ জানুয়ারি শুক্রবার (১৭ মাঘ) রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপাড়া দরবার শরীফের প্রবর্তক হাজীপাড়া দরবার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য‍্য ও মহাসমারোহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।ওরশ শরীফ উপলক্ষ্যে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর পবিত্র খতমে কোরআন, বাদ আছর গরূ মহিষ জবেহ, বাদ মাগরিব হুজুরের জীবনী আলোচনা ও মিলাদ মাহফিল, বাদে এশা আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারক বিতরণ।বড় মাওলানা সাহেবের বড় নাতি শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ আব্দুস সালামের পক্ষে আওলাদবৃন্দ, শাহজাদা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (বাবুল), সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.), শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ মুজিবুল করিম ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন আয়োজিত এবারের ওরশ শরীফ এন্তেজাম করছেন।বার্ষিক এই ওরশ শরিফের আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.)। এতে সকলের প্রতি ঈমানী দাওয়াত প্রদান করেছেন ছোট শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন।