নীলফামারীর স্কুলগুলোতে শৌচাগার নির্মাণকাজ ৩ বছর ধরে বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গত তিন বছর ধরে বন্ধ রয়েছে প্রায় অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক শৌচাগার নির্মাণকাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।অভিযোগ রয়েছে, ঠিকাদারের ধীরগতি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের গাফিলতির কারণে বন্ধ এসব ওয়াশ ব্লকের নির্মাণ কাজ। নীলফামারী সদর উপজেলার বেংমারী ডাংগা পাড়া হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালে ১৪ লাখ টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক শৌচাগার নির্মাণ কাজ। তিন বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে বিশুদ্ধ পানি, আধুনিক শৌচাগারসহ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত বিদ্যালয়ের শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।জলঢাকার ছীট মীরগঞ্জ শালনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং ভিত্তিতে অষ্টম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। এই বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র একটি শৌচাগার রয়েছে। এই বিদ্যালয়েরও ওয়াশ ব্লক নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় তিন বছর ধরে।একই অবস্থা সদর উপজেলার সুকান পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার প্রায় অর্ধশত বিদ্যালয়ের। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীদের।কাজে ধীরগতির কারণ জানতে চাইলে কোনও ঠিকাদার কথা বলতে রাজি হননি।অন্যদিকে নির্মাণ কাজ বন্ধ থাকার নিদিষ্ট কারণ জানাতে পারেননি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন।নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এ বিষয়ে বলেন, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হবে।