• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩৩:৫৮ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৩৩:৫৮ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় পানিবন্দী মানুষের ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ

মসিউর ফিরোজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আশাশুনি বিসটে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙনে প্লাবিত এলাকায় ত্রাণ, চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ (এএমসি) নেতৃত্বে উপজেলার আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।এসময় তিন শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানসহ ২৫০টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এর ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।