মুন্সীগঞ্জে দুই সপ্তাহে চার দফায় কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে কবরস্থানে ২৭টি কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।২৬ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে চোর চক্র উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে এ চুরির ঘটনা ঘটায়।স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, ‘প্রতিদিনের মতো আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজর নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে দেখি ২৭টি কবর খোঁড়া।’পরে তিনি আসপাশের লোকজনকে ডাকেন। তারা এসে খুঁজে দেখেন সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর আগে দুই দফায় শ্রীনগরের বেজগাঁও করব খুঁড়ে ১১টি খুলি এবং একই উপজেলার চারি গাঁও জান্নাতুল ফেরদৌসের কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি হয়েছে।দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো আবারো শ্রীনগর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, চোর চক্রকে ধরার চেষ্টায় তারা জোর অভিযান পরিচালনা করবেন। শীঘ্রই এরা ধরা পড়বে বলে তিন এলাকাবাসীকে আশ্বস্ত করেন।