• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪৪:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪৪:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ার সোনাইছড়ি রাজ বিহারে কঠিন চীবর দানোৎসব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক সোনাইছড়ি রাজ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।১০ নভেম্বর শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির।এতে প্রধান ধর্মদেশক ছিলেন পোমরা জ্ঞানাঙ্কুর মৈত্রী বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সোনাইছড়ি রাজ বিহারের অধ্যক্ষ সুনন্দ মহাস্থবির। শিক্ষক অসীম বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আবুল কাশেম, পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ তালুকদার, পারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, সোনাইছড়ি রাজ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার বড়ুয়া, শিক্ষক অরুন কুমার বড়ুয়া প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একশ্রেণির লোক যারা ধর্মের অপব্যাখ্যা করে মানুষের ধর্মাবেগকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলে সদা ব্যস্ত। তাদের প্রতিহত করতে হবে।