• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৯:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৯:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বিক্রি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শিলা উত্তোলন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প মধ্যপাড়া খনি থেকে অনির্দিষ্টকালের জন্য শিলা উত্তোলন বন্ধ করেছে কর্তৃপক্ষ। খনি সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে কঠিন শিলা উত্তোলনের পর সেগুলো মজুদ করে রাখা হয় খনি ইয়ার্ডে। দীর্ঘদিন থেকে কঠিন শিলা আশানুরূপ বিক্রি না হওয়ায় মজুদের পরিমাণ বাড়তে থাকে।এদিকে নিয়মিত কঠিন শিলা উত্তোলনের ফলে অবশিষ্ট ইয়ার্ডগুলি পরিপূর্ণ হয়ে যায়। ফলে কঠিন শিলা রাখার মতো আর জায়গা না থাকায় অনির্দিষ্টকালের জন্য কঠিন শিলা উত্তোলন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্তে একটি নোটিশও জারি করেছে কতৃপক্ষ।অন্যদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খনি কর্তৃপক্ষ ৭শ’ শ্রমিকের তিন মাসের বেতন ২৫% কেটে রাখায় ফুঁসে উঠেছে শ্রমিকরা। যে কোনো সময় তারা আন্দোলন যেতে পারে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি তারা আশঙ্কা করছেন, চলতি জানুয়ারি মাসের বেতন পাওয়া নিয়ে তাদের শঙ্কা রয়েছে।