• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২০:০৩ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২০:০৩ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় ভ্যান ভাড়া নিয়ে বৃদ্ধকে ছুরিকাঘাত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কিশোর গ্যাং সদস্য ‌নাইম হোসেনের (২০) ছুরিকাঘাতে ছিদ্দিকুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।৫ এপ্রিল শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে।নাইম হোসেন ভাঙ্গুড়া উপজেলার অষ্ট মনীষা ইউনিয়নের বাওই হাট গ্রামের ছাদেক আলীর ছেলে।আহত সিদ্দিকুর রহমান ভাঙ্গুড়া সদর ইউনিয়নের নৌ-বাড়িয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।স্থানীয় লোকজন আহত ছিদ্দিকুর রহমানকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে পরে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সিদ্দিকুর রহমান সেখানেই চিকিৎসাধীন।সিদ্দিকুর রহমানের নিকট আত্মীয় মো. আল-আমিন হোসেন বলেন, রাত ৯টার দিকে নাইম হোসেন একটি ভ্যানযোগে ভাঙ্গুড়া বাজার থেকে নৌবাড়িয়া ব্রিজের উত্তর পাশে নেমে ভ্যান চালকের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। চেঁচামেচি শুনতে পেয়ে ছিদ্দিকুর রহমান তাদের দিকে এগিয়ে যান এবং চালকের পক্ষে কথা বলার সাথে সাথে পকেট থেকে টিপ ছুরি বের করে সিদ্দিকুর রহমানের পিঠে বসিয়ে দিয়ে সেখান থেকে নাঈম দৌঁড়িয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে ভাঙ্গুড়া থানা ওসি (তদন্ত) মমতা আব্দুল করিম বলেন, কোন অভিযোগ পাইনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।