• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪১:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৪১:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি: ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম ও সহকারী কমিশনার সারমিন আক্তার।সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।