• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১১:৪১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:১১:৪১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

‘চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: ‘এসেছে শীতের আগমন-গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ’ এই প্রতিপাদ্য চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়ােজনে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টার সময় সদরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার দরিদ্র পরিবারের মাঝে চার শত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।এতে ‘চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা রাতুল হাসান নিশানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ চিকিৎসক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. ময়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থোপেডিক সার্জেন ডা. মো. নাসির উদ্দীন।মো. রাতুল হাসান নিশান বলেন- ২০২১ সাল থেকে শিক্ষা, চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসছি। তবে ২০২২ সালের শেষের দিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ‘চাপাই ফাউন্ডেশন বাংলাদেশ’ এর কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ২০২৪ এর ৫ ই আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর ৭ সেপ্টেম্বর থেকে সংগঠনটি আবার কার্যক্রম শুরু করে। ভবিষ্যতে যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি অনুরোধ জানাই অন্তর্বর্তী সরকারকে।তিনি বলেন, এরকম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মহতী উদ্যোগকে প্রাণবন্ত করার জন্য সরকারের পাশাপাশি হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য সমাজের বিত্তবান মানুষদেরও এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। এবছরে চার শত কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও বেশি করে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এসময় ‘চাঁপাই ফাউন্ডেশন বাংলাদেশ’ এর সকল কার্যনির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবীরা ও স্থানীয় সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন। শীত বস্ত্র বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।আরও উপস্থিত ছিলেন- পেশাজীবী চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. মইনুল ইসলাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বাশির, চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি মো. ওয়ালিদ হাসান মাইনুল, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা মো. ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।