• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৪:০১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৪:০১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের কর্মসূচি পালন

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।২১ মার্চ শুক্রবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা।শিক্ষার্থীরা বলেন, হাসনাত আবদুল্লাহর রহস্যজনক ফেসবুক স্ট্যাটাসের পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার ব্যাপারে ষড়যন্ত্র আঁচ করতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বানে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছিল তার প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাসহ তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা অত্যাবশ্যক । কিন্তু তার পরিবর্তে সেনাবাহিনীর একটি পক্ষ এবং সংঘবদ্ধ কিছু চক্র সারা বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য মরিয়া হয়ে উঠেছে। গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল কোনো ভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে না। পুরো বাংলাদেশে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’তিনি আরও বলেন, ‘যে দল গণহত্যা চালানোর পরেও কোনো অনুশোচনা করেনি উল্টো সারা দেশে তাদের সমর্থক গোষ্ঠী নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশি-বিদেশি চক্র দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এর সবচেয়ে উপযুক্ত সমাধান হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এর মাধ্যমেই জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।’