• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ১১:৫৪:৪৪ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ১১:৫৪:৪৪ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

রসিকের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা হারুন অস্ত্রসহ গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুরে অপারেশন ডেভিল হান্টের আওতায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ওরফে কানা হারুনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেফতার করা হয়েছে।নগরীর মাহিগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেফতার হারুন অর রশিদ ওরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আওয়ামী ইউনিয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তীতে হওয়া একাধিক মামলায় আসামি হিসেবে তার নাম রয়েছে।