• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১২:৫৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১২:৫৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি: হাতছানি দিয়ে ডাকছে রূপবতী কাঞ্চনজঙ্ঘা। ভারতের সিকিম আর নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় উচ্চতার পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়াগত কারণে এবার কিছুটা দেরিতে হলেও সপ্তাহখানেক ধরে মোহনীয় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য স্পষ্ট দেখা দিয়েছে। ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমীরা দেশের মাটিতে পাসর্পোট ভিসা ছাড়াই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য খালি চোখে দেখতে উত্তর প্রান্তের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছেন।তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন সীমান্ত নদী মহানন্দার তীর, জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া, তেতুঁলিয়া উপজেলার শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। গত কদিন ধরে মেঘ মুক্ত আকাশে ভোর থেকে সারাদিনই কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোনো কোনো দিন দেখা যায় না।সাধারণত প্রতিবছর অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করেন স্থানীয়রা। এবারও তারাই প্রথম দর্শন করেছেন কাঞ্চনজঙ্ঘার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোডের পর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা।পর্যটকরা যাতে নিরাপদে দর্শনীয় স্থান ভ্রমণ ও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌর্ন্দয্য উপভোগ করতে পারেন তার জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড় জোনের ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানতেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, ভ্রমণপ্রিয় ও প্রকৃতিপ্রেমী পর্যটকরা যেন তেঁতুলিয়ায় এসে কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য দর্শনীয় স্থান নিবির্ঘ্নে দেখতে পারেন এবং নির্মল বিনোদন পান এজন্য তেঁতুলিয়া উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। সেই সাথে পর্যটকদের কোনো সমস্যা হলে হেল্প লাইনে জানানোর কথাও বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।