ফটিকছড়িতে লক্ষাধিক টাকার কাঠ জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পাচারকালে লক্ষাধিক টাকার সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।২৩ নভেম্বর শনিবার সকাল ১১টায় আজাদী বাজার থেকে প্রায় ১শ’ ঘনফুট কাঠ উদ্ধার করে হাটহাজারী ফরেস্ট অফিস।আজাদী বাজারের দক্ষিণে গহিরা সড়কে এসব কাঠসহ একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়।হাটহাজারী ফরেস্ট অফিসার (এসও) মোহাম্মদ আনোয়ার জানান, সরকারকে শুল্ক না দিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র এসব কাঠ পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাড়িসহ কাঠগুলো জব্দ করি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।