মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই: কাদের গণি চৌধুরী
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধূলা মানুষের দেহ মনকে সতেজ করে। ছোটদের পাশাপাশি বড়দেরও খেলাধুলা চালু রাখা উচিত। শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।২৫ জানুয়ারি শনিবার রাতে শফিউল আজম স্মৃতি প্রগতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।কাদের গণি চৌধুরী বলেন, এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। ফলে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরাও। প্রত্যেক গ্রামে খেলার মাঠ দরকার।স্মার্টফোনের এ যুগে মোবাইলে ভিডিও গেম খেলতে খেলতে সত্যিকারের খেলা হারিয়ে যাচ্ছে। এক সময় হাডুডু, কানামাছি, দাঁড়িয়া বান্ধা, কাবাডি, ডাংগুলি, কিত কিত, গোল্লাছুট, বাইস্কোপ, ঘুড়ি খেলা, দঁড়ি খেলা, লাটিখেলাগুলো ছিল এখন নেই। অনেকে এ খেলা গুলোর নামও ভুলে যেতে বসেছে।লেলাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামরুলের সঞ্চালনায় খেলায় প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।এ সময় আরও বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার, ফটিকছড়ি দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক মুন্সি আকতার হোসেন, লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শাহনগর স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য মাহাবুবুল আলম, সমাজসেবক ও প্রবাসী মোস্তফা কামাল, বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি, ফটিকছড়ি যুবদলের আহ্বায়ক মোরশেদ হাজারী, প্রগতি সংঘেরসহ সভাপতি ডা. সুজন, মাস্টার সাহেদ, জাহিদ মির্জা, টুর্নামেন্টের আহ্বায়ক হাসান, সচিব এইচ এম বাপ্পী, সমন্বয়ক নজরুল, ডা. মুজাম্মেল, সাহেদ, গিয়াস, দিপক, বেলাল, সুমন, বাবু, মিজান ও সাগর।পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।